১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪

ওয়ার্কশপে অস্ত্র তৈরি, কারিগর গ্রেফতার

নুর উদ্দিন  © সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় ওয়ার্কশপের আড়ালে দেশীয় অস্ত্র তৈরির অভিযোগে নুর উদ্দিনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে রাঙামাটি জেলার চন্দ্রঘোনা থানাধীন একটি দুর্গম অঞ্চল থেকে আটক করা হয়। গ্রেফতার নুর উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের বাসিন্দা।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া গ্রামে নুর উদ্দিনের মালিকানাধীন নোহা অটো ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরি করা হতো। গত ১ ডিসেম্বর গোয়েন্দা পুলিশ ওই ওয়ার্কশপে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি অস্ত্রসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে। তবে সে সময় নুর উদ্দিন পালিয়ে যান। এ ঘটনায় তাকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়।

এরপর গত ৭ ডিসেম্বর চন্দ্রগঞ্জ থানা এলাকা সংলগ্ন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামে মুনু মিঝির বাড়ির সফিউল্লাহর কবরের পাশের ঝোপ থেকে পাঁচটি একনলা বন্দুক ও একটি এলজি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা এসব অস্ত্র নুর উদ্দিনের ওয়ার্কশপেই তৈরি হয়েছিল বলে জানায় পুলিশ।

ডিবি জানায়, ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে নুর উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।