২১ মে ২০১৯, ২০:৪৫

আইএমইডি রূপপুর যাবে বালিশের দুর্নীতি তদন্ত করতে

  © সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণাধীন ভবনের বালিশ ও আসবাবপত্র কেনাসহ অন্যান্য কাজের অস্বাভাবিক খরচ তদন্ত করবে পরিকল্পনা মন্ত্রণালয়ের মূল্যায়ন পরিবীক্ষণ ও বাস্তবায়ন বিভাগ (আইএমইডি)।

মঙ্গলবার দুপুরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত পরিকল্পনা মন্ত্রণালয়ে এনইসির সভা শেষে এ তথ্য জানান । এর আগে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা হয়। সেখানে ২০১৯-২০ অর্থবছরের জন্য ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকার ব্যয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেয়া হয়।

এডিপির আকার তুলে ধরার সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে এ বিষয়ে দুটি কমিটি হয়েছে। তারপরও আইএমইডি যেহেতু আছে, আমার দায়িত্বও আছে। আমি আইএমইডিকে নির্দেশ দেব, তারা তাদের পক্ষ থেকে আমাকে একটা ফিডব্যাক দেবেন। এই ফিডব্যাক পাওয়ার পরে আমি সে তথ্য প্রধানমন্ত্রী বা ওই মন্ত্রণালয়কে জানাব।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এনইসি সভায় রূপপুরের দুর্নীতির অভিযোগের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান পরিকল্পনামন্ত্রী।