০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৯

নিজ ঘরে মিলল মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ

ঘটনাস্থলে মানুষের ভিড়  © সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে নিজ বাড়ি থেকে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) ও তার স্ত্রী সুবর্ণা রায় (৬০)।

আজ সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে মই বেয়ে বাড়ির ভেতরে ঢোকেন। ঘরের প্রধান দরজার চাবি নিয়ে দরজা খোলার পর ডাইনিংরুমে যোগেশ চন্দ্র রায়ের ও রান্নাঘরে সুবর্ণা রায়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় রহিমাপুর বীর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবনা রায় গ্রামের বাড়িতে বসবাস করতেন। তাদের বড় ছেলে সুবেন চন্দ্র রায় জয়পুরহাটে পুলিশের সহকারী উপপরিদর্শক হিসেবে কর্মরত এবং ছোট ছেলে রাজেশ খান্না রায় ঢাকায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত।

নিহতদের বাড়ির কাজের লোক দীপক রায় জানান, প্রতিদিনের মতো রবিবার সকালে বাড়ির গেটে এসে ডাকাডাকি করেন তিনি। কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় মই দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলে মরদেহ দেখতে পান। 

তারাগঞ্জ থানার এসআই আবু ছাইয়ুম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুজনকেই মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। তদন্ত করে বাকিটা জানা যাবে।