যৌথবাহিনীর অভিযানে আটকের পর বহিষ্কৃত যুবদল নেতার মৃত্যু
যশোরের কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক বহিষ্কৃত যুবদল নেতা উজ্জ্বল বিশ্বাসের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে যৌথবাহিনী অস্ত্র, গুলি ও মাদকসহ উজ্জ্বল বিশ্বাসসহ চারজনকে আটক করে। উজ্জ্বল কেশবপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে নানা অভিযোগের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের নাজির বিশ্বাসের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ। তিনি জানান, শুক্রবার রাত সাড়ে নয়টার পর উজ্জ্বলকে কারাগারে হস্তান্তর করা হয় এবং তখনই তিনি অসুস্থ ছিলেন। তার নথিতে উল্লেখ ছিল যে তিনি গণপিটুনির শিকার হয়েছেন। কারা গ্রহণ প্রক্রিয়ার সময় করা সব প্রশ্নের উত্তর তিনি স্বাভাবিকভাবেই দেন। তবে তিনি ‘ইন্টারনাল হ্যামারেজে’ ভুগছিলেন। প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ অবস্থার অবনতি হলে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক জানান, উজ্জ্বলের শরীরের বিভিন্ন স্থানে চাপা আঘাত ছিল এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে।
যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা জানান, উজ্জ্বল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং ৫ আগস্ট পরবর্তী সময়ে অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়।
বৃহস্পতিবার রাতে যশোরের কেশবপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশসহ চারজনকে আটক করা হয়। অভিযানে বিদেশি পিস্তল, ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করে যৌথবাহিনী। আটকরা হলেন—ভোগতি নরেন্দ্রপুর এলাকার আব্দুল আজিজের ছেলে ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ (৪০) ও তার ভাই আলম (৩৫), আলতাপোল গ্রামের নাজির বিশ্বাসের ছেলে উজ্জ্বল (৩৫) এবং নতুনমূল গ্রামের মফিজুর রহমানের ছেলে রাসেল (৩০)।