০৪ ডিসেম্বর ২০২৫, ২১:২৬

অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ৯

অনুপ্রবেশের দায়ে আটক চারজন  © সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৯ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, বুধবার বিকেলে বাঘাডাঙ্গা ও খোসালপুর বিওপির পৃথক অভিযানে ৭ জন বাংলাদেশিকে আটক করা হয়। আটকদের মধ্যে ছিলেন দুই নারী ও এক শিশু। পরে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে বাঘাডাঙ্গা বিওপির অপর একটি অভিযানে আরও দুজনকে আটক করে বিজিবি। সকলেই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

আটক নারী ও শিশুদের প্রয়োজনীয় আইনি ও মানবিক সহায়তার জন্য যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। অপরদিকে আটক পুরুষদেরকে মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হবে।