২৭ নভেম্বর ২০২৫, ১০:৪৮

শেখ হাসিনার প্লট দুর্নীতির মামলার রায় আজ, নিম্ন আদালতে নিরাপত্তা জোরদার

আদালতের মূল গেটে অবস্থান নিয়েছেন বিজিবির সদস্যরা  © টিডিসি

পূর্বাচল প্রকল্পে প্লট জালিয়াতির ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ২৩ জনের বিরুদ্ধে করা তিনটি দুর্নীতি মামলার রায় আজ বৃহস্পতিবার। এ রায়কে কেন্দ্র করে ঢাকার নিম্ন আদালতের মহানগর দায়রা আদালতের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করবেন।

সকাল থেকেই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল আদালতের মূল গেটে অবস্থান নিয়েছেন। এ ছাড়া রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় সেনাবাহিনী মোতায়েনের কথাও জানা গেছে। 

পৃথক এই তিন মামলার মোট আসামি ২৩ জন। প্রথম মামলায় শেখ হাসিনাসহ ১২ জন, দ্বিতীয় মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন এবং তৃতীয় মামলায় শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জন।