বিকেলে সশস্ত্র মিছিল, রাতে পিস্তলসহ বাংলাদেশ জাতীয় দলের ২২ কর্মী আটক
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সম্ভাব্য প্রার্থী ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদশে জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার ২২ কর্মীকে আটক করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাতে উপজেলা সদরের নান্দিনা এলাকা থেকে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, ৬ রাউন্ড গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর আগে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে এদিন বিকেলে বাজিতপুর শহরে সশস্ত্র মিছিল করে তার অনুসারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহর প্রদক্ষিণকারী এই সশস্ত্র মিছিলে প্রার্থী সৈয়দ এহসানুল হুদা মোটরসাইকেলে ছিলেন। তার সামনে–পেছনে শতাধিক কর্মী-সমর্থক লাঠিসোঁটা, দা, বল্লম, তলোয়ারসহ বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে নিয়ে অংশ নেন। মিছিলে আওয়ামী লীগ সমর্থকদের উপস্থিতিও বেশি ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে রাতে যৌথবাহিনীর অভিযানে বাজিতপুর থেকে একটি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও বিপুল দেশীয় অস্ত্রসহ ২২ জনকে আটক করা হয়েছে।
স্থানীয়দের দাবি, পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক ব্যক্তিরা সবাই সৈয়দ এহসানুল হুদার সমর্থক।
বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানে একটি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ ২২ জনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।