বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ২
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলিসহ একজন নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ নভেম্বর) রাতে রাজধানী ঢাকা ও নবীনগরের রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরদিন সোমবার তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয় বলে নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন, রাসেল মিয়া (৩২) খাগাতুয়া গ্রামের বাসিন্দা। মিতা বেগম (৪২) রতনপুর গ্রামের মানিক মিয়ার বিধবা মেয়ে।
পুলিশ জানায়, রাসেলের কাছে অবৈধ অস্ত্র রয়েছে—এমন খবর পেয়ে প্রথমে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নবীনগরের রতনপুর গ্রামে মিতা বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল মিয়া স্বীকার করেছে, উদ্ধার হওয়া অস্ত্রটি বিভিন্ন অপকর্মে ব্যবহার করে আসছিল সে।
পুলিশ ধারণা করছে, আটক দুইজন একই চক্রের সদস্য এবং অস্ত্রটি স্থানীয় অপরাধ কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যেই সংগ্রহ করা হয়েছিল।
নবীনগর থানার ওসি শাহীনুর ইসলাম জানান, অবৈধ অস্ত্র রাখার অভিযোগে দুজনের বিরুদ্ধে সোমবার অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। একই দিন বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রতনপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত বলে অভিযোগ ছিল। পুলিশ বলছে, এ অভিযান সেই অভিযোগের অনুসন্ধান ও চক্র ভেঙে দেওয়ার অংশ।