১৬ নভেম্বর ২০২৫, ২৩:০৭

রাজধানীতে বিদেশী অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার  © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানার ২৯ নং ওয়ার্ড নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হেজবুল আলম রাজু (৩০) কে একটি বিদেশী রিভলভারসহ গ্রেপ্তার করেছে র‍্যাব ২।

আজ রবিবার (১৬ নভেম্বর) রাতে আদাবর থানাধীন প্রধান সড়ক নবোদয় হাউজিং সোসাইটি হইতে তাকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে, রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম জয়কে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৬ নভেম্বর) খিলগাঁও থানাধীন নবীনবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ। 

ডিবি সূত্রে জানা যায়, রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে ঝটিকা মিছিল আয়োজনের পরিকল্পনা, অর্থায়ন, সমন্বয় ও সক্রিয় অংশগ্রহণের প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।