শেরপুরে নিখোঁজের ২৯ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
শেরপুরে নিখোঁজের ২৯ দিন পর আব্দুল হালিম (৪০) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হালিম একই এলাকার আজিজুল হকের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গত ১৫ অক্টোবর আব্দুল হালিম নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরদিন তার ছোট ভাই শামীম মিয়া শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। দীর্ঘ ২৯ দিন পর শুক্রবার স্থানীয়রা ধানক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শনিবার (১৫ নভেম্বর) সকালে জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, ঘটনাটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর স্পষ্ট হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।