১৪ নভেম্বর ২০২৫, ১৯:১৮

ভালুকায় কলাবাগান থেকে যুবকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি  © সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় উপজেলার পাড়াগাঁও গতিয়ার বাজারের পূর্ব পাশে কলা বাগানের পাশে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় শাওন (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয়রা কাঠাঁল গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। শাওনের পা মাটির সাথে লেগে ছিল।

স্থানীয়রা জানায়, সকালে বাটাজোর সখীপুর সড়কে পাশের কলা বাগানে এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত পুলিশকে খরব দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত শাওন কুড়িগ্রাম জেলার চিলমাড়ি উপজেলার বালাকাবাড়ি গ্রামের সুলতান মিস্ত্রীর ছেলে। তিনি উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের গতিয়ার বাজার এলাকায় সামাদ বেপারির বাড়িতে তার খালার সাথে ভাড়া থাকতেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।