আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর সশস্ত্র হামলা
গাজীপুরে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডালে আসামি গ্রেপ্তারের সময় এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, ‘এটি একটি দুঃখজনক ঘটনা। আমরা বিষয়টি তদন্ত করছি। দুষ্কৃতিকারীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জানা গেছে, গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডালে বৃহস্পতিবার দুপুরে দস্যুতা মামলার এক আসামিকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। হামলায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফজলুল হক মাথায় গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন।
পুলিশ জানায়, দস্যুতা মামলা নং–২৪, ধারা ৩৯৪/৩৪ পেনাল কোড–এর এক আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে যান। সঙ্গে ছিলেন মামলার আটক আসামিও।
ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই, আগে থেকে ওৎ পেতে থাকা দুষ্কৃতিকারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এএসআই ফজলুল হককে মাথায় আঘাত করে এবং আটক আসামিকে ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
আহত এএসআইকে তাৎক্ষণিক উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
পাল্টা ব্যবস্থা হিসেবে পুলিশ পাঁচ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ার চেষ্টা করলেও দুষ্কৃতিকারীরা সরে যায়। এরপর টঙ্গী পূর্ব থানা অতিরিক্ত ফোর্স পাঠিয়ে ছিনতাই হওয়া আসামিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। এদিকে ঘটনাটির সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ব্যাপক অভিযান পরিচালনা করছে বলে জানায় পুলিশ।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এডিশনাল ডিআইজি ও ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান বলেন, ‘একজন ছিনতাইকারীকে আটক করার সময় তার শরীরে রক্তমাখা জামা পাওয়া যায়। সিভিল পোশাকে অভিযান চালাতে গিয়ে অন্য ছিনতাইকারীর হামলায় একজন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তার চিকিৎসা টঙ্গী সরকারি হাসপাতালে চলছে।’