১৩ নভেম্বর ২০২৫, ১৭:২৩

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর হামলা

ইনসেটে আহত শিক্ষক  © টিডিসি ফোটো

নেত্রকোনার কেন্দুয়ায়  ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষকের উপর বখাটেদের হামলার ঘটনায় শিক্ষক আহত হয়েছেন।  বৃহস্পতিবার (১৩ নভেম্বর)  দুপুরের দিকে উপজেলার পৌর সদরে অবস্থিত সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে এই ঘটনা ঘটে। ইভটিজিংয়ের প্রতিবাদকারী শিক্ষকের নাম মো: মহসীন আলম। তিনি ঐ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙ্গালী বলেন, বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়া রাস্তা থেকে কয়েকজন বখাটে যুবক  বেশ কয়েক দিন যাবত স্কুল চলাকালীন সময়ে রাস্তা থেকে ছাত্রীদের উদ্দেশ্যে  বিভিন্ন রকম কুরুচিপূর্ণ ও বিতর্কিত কথাবার্তা ও ক্লাস রুমে ইটপাটকেল নিক্ষেপ করে আসছে। আজ স্কুল চলাকালীন সময়ে ও তারা এই ঘটনা ঘটায়।প রে একজন শিক্ষক তাদেরকে চলে যেতে বললে তারা আরও উত্তেজিত হয়ে অনেক বকাবকি করে এবং তাদেরকে দেখে নেবে বলে। এই কথা শুনে শিক্ষক মহসিন আলম বিদ্যালয় থেকে বের হয়ে তাদের সাথে কথা বলতে গেলে শিক্ষক মহসিন আলমের উপর  অতর্কিত হামলা করে ও কিল ঘুসি মারে।এতে মহসিন আলম আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। প্রধান শিক্ষক আরও বলেন এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ কে অবহিত করা হয়েছে । 

একজন শিক্ষককে প্রকাশ্যে এভাবে হামলার ঘটনায় শিক্ষাঙ্গন সহ স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি। 

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান ইভটিজিংয়ের প্রতিবাদের কারণে শিক্ষক আহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বেশ কয়েকজন শিক্ষক থানায় এসে আমাকে মৌখিক ভাবে জানিয়ে গিয়েছেন। আমি তাৎক্ষণিকভাবে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।