ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও ‘লকডাউন কর্মসূচি’ হিসেবে প্রচার আওয়ামী সমর্থকদের
ঢাকায় আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন কর্মসূচি’ পালিত হচ্ছে— এমন দাবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে ভিন্ন ঘটনার পুরনো কর্মসূচির ভিডিও ও ছবি।
তথ্য যাচাইয়ে জানা গেছে, আওয়ামী লীগ সমর্থকদের শেয়ার করা একটি ছবি ২০২৫ সালের ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সময়ের পুরনো ফুটেজ। এগুলোকে বর্তমানে ঢাকায় ‘লকডাউন’ পরিস্থিতির ছবি বলে প্রচার করা হচ্ছে।
এছাড়া, গত ১৮ এপ্রিল রাজধানীতে ছয় দফা দাবিতে আন্দোলনরত সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিলের ভিডিওও পুনরায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। ওই ভিডিওগুলোতে #13November হ্যাশট্যাগ ব্যবহার করে দাবি করা হচ্ছে, এটি আওয়ামী লীগের ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচির অংশ।
বিশ্লেষণে দেখা গেছে, এ ধরনের বিভ্রান্তিকর পোস্ট ও ভিডিও মূলত আওয়ামী লীগ–সমর্থিত কয়েকটি ফেসবুক আইডি ও পেইজ থেকে প্রচার করা হচ্ছে। এতে সাধারণ ব্যবহারকারীরা বিভ্রান্ত হচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে পড়ছে।