ধর্ষণের হুমকি দেয়া ছাত্রলীগ নেতার শাস্তি দাবি চিকিৎসকদের

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে এক মহিলা ডাক্তারকে ধর্ষণ ও  প্রাণে মেরে ফেলার হুমকির প্রতিবাদে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন চিকিৎসকেরা। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ কর্মসূচিতে হাসপাতালের চিকিৎসক ও শিক্ষানবিশ চিকিৎসকেরা হুমকি প্রদানকারী ছাত্রলীগ নেতা সরোয়ার চৌধুরীর শাস্তির দাবি জানিয়ে স্লোগান দেন। তাঁরা সরোয়ার হোসেনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও দাবি জানান।

বিক্ষোভে অংশ নেওয়া চিকিৎসকেরা বলেন, নিজ কর্মক্ষেত্রেও তাঁরা নিরাপদ নন। গত বৃহস্পতিবার কর্তব্য পালনকালে ছাত্রলীগ নেতা হাসপাতালের এক শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এরপরও তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁরা জানান, চিকিৎসককে হুমকির প্রতিবাদে কর্মসূচিতে সিলেটের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং চিকিৎসকেরাও সংহতি জানিয়েছেন।

হাসপাতালের চিকিৎসক নাহিয়ান মাহমুদ বলেন, চিকিৎসা নিতে এসে চিকিৎসকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও ধর্ষণের হুমকি দেওয়া জঘন্য অপরাধ। এমন ঘটনা চিকিৎসক এবং সেবাপ্রার্থীদের মধ্যে দূরত্ব তৈরি করবে।

নাহিয়ান মাহমুদ বলেন, সেবাপ্রার্থীর সন্ত্রাসীর মতো আচরণে হাসপাতালে সেবা নিতে আসা অন্য রোগীরা আতঙ্কের মধ্যে রয়েছেন। উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এবং শিক্ষানবিশ চিকিৎসকেরা ছাত্রলীগ নেতা সরোয়ারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ, নিরাপদ কর্মস্থলসহ সাত দফা দাবিতে হাসপাতালের পরিচালক ও মেডিকেল কলেজের পরিচালনা বোর্ডের চেয়ারম্যানকে লিখিতভাবে আবেদন জানিয়েছেন। প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি চলাকালে হাসপাতালের জরুরি সেবাসহ সব সেবা চালু রয়েছে বলে জানান তিনি।

আরো দেখুন: মহিলা ডাক্তারকে ধর্ষণের হুমকি ছাত্রলীগ নেতার, ভিডিও ভাইরাল


সর্বশেষ সংবাদ