প্রতিবন্ধী নারী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার
পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মো. জালাল হাওলাদার নামের ষাটোর্ধ এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২ নভেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করেছে বাউফল থানার পুলিশ।
এরআগে, শনিবার গভীর রাতে কালাইয়া ইউনিয়নের চর কালাইয়া গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশের একটি দল। তিনি ওই গ্রামের মৃত রশিদ হাওলাদারের ছেলে।
অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, অভিযুক্ত জালাল হাওলাদার দীর্ঘদিন ধরে স্থানীয় এক প্রতিবন্ধী নারীকে নানাভাবে উত্যক্ত করতেন। গত রাতে ভুক্তভোগী রান্নাঘর খাবার খুঁজতে যায়। তখন অভিযুক্ত তার মুখ চেপে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করেন। এসময় প্রকৃতির ডাকে সারা দিয়ে বাহিরে গেলে ভুক্তভোগীর চিৎকার শুনতে পায় বাড়ির একজন ব্যক্তি। পরে তিনিসহ স্থানীয়রা ছুটে এসে ঘটনাস্থলেই অভিযুক্তকে আটক করে এবং পুলিশে খবর দেয়। রাত দেড়টার দিকে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে থেকে তাকে আটক করে।
ভুক্তভোগীর পরিবার বিষয়টি থানায় অভিযোগ করে পুলিশ অভিযোগ এফআইআর করেন এবং অভিযুক্তকে গ্রেফতার দেখান এবং রবিবার সকালে ভুক্তভোগীর শারিরীক পরীক্ষাসহ চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। দুপুরে অভিযুক্ত জালাল হাওলাদারকে আদালতে সোপর্দ করা হলে ম্যাজিস্ট্রেট তাকে পটুয়াখালী কারাগারে প্রেরণ করেন।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে মামলা এফআইআর করা হয়। দ্রুত সময়ের মধ্যে মামলার পূর্ণাঙ্গ তদন্ত কাজ শেষ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।