৩১ অক্টোবর ২০২৫, ১৯:৩৮

দ্য ডেইলি ক্যাম্পাসে নিউজের পর মিছিলে নেতৃত্ব দেওয়া ছাত্রলীগের বাঁধন গ্রেপ্তার

বরিকুল ইসলাম বাঁধনকে  © টিডিসি সম্পাদিত

নাশকতার পরিকল্পনায় রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এদিকে দ্য ডেইলি ক্যাম্পাসে ‘ফার্মগেটে ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা ধরাছোঁয়ার বাইরে’ শিরোনামে প্রকাশিত নিউজের পর ফার্মগেটে ঝটিকা মিছিলে নেতৃত্বে দেওয়া কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি বরিকুল ইসলাম বাঁধনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরজনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

আজ শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৪৬ জনের গ্রেপ্তারের বিষয়টি জানান ডিসি মিডিয়া তালেবুর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে শেরেবাংলা নগর থানা থেকে ১৮ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ১৩ জন, খিলক্ষেত থানা ৪ জন, উত্তরা থানা ২ জন, বাড্ডা থানা ৩ জন, বনানী থানা ৩ জন ও তেজগাঁও থানা থেকে ৩ জন।

আরও পড়ুন : রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪৬ নেতাকর্মী 

জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ফার্মগেটসহ তেজগাঁও এলাকায় একাধিক জায়গায় ঝটিকা মিছিল করেছেন। এতে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি তাহসান আহমেদ রাসেল ও বরিকুল ইসলাম বাঁধন। কিন্তু এই দুই নেতাকে এতদিন গ্রেপ্তার করতে না পারলেও মিছিলে থাকাদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করতে সক্ষম হতো পুলিশ। তবে আজ শুক্রবার তাদের মধ্যে বরিকুল ইসলাম বাঁধনকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি বরিকুল ইসলাম বাঁধনের বাড়ি কুষ্টিয়ায় এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার নেতৃত্বে ফার্মগেটসহ তেজগাঁও এলাকায় একাধিক ঝটিকা মিছিল করা হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বাঁধন হল সভাপতির দায়িত্ব পালনকালে ছাত্রদল-শিবির ছাড়াও অসংখ্য সাধারণ শিক্ষার্থীকে মারধরে জড়িত ছিলেন। গত ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক শিক্ষার্থী ও শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র এবং শিবির নেতা মো. নাজমুল বাশারকে ২০১৭ সালে রাতভর শারীরিক নির্যাতন করায় শাহবাগ থানায় বাঁধনের বিরুদ্ধে মামলা হয়েছিল।