২৮ অক্টোবর ২০২৫, ১৩:৫৩

গাজীপুরে এবার ডুয়েট ছাত্র ও সাংবাদিকের উধাও মোটরসাইকেল চুরি

ডুয়েট সংলগ্ন এলাকা থেকে বাইক চুরি   © সংগৃহীত

গাজীপুরের ডুয়েট সংলগ্ন তরুবীথি এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া মোটরসাইকেলগুলোর একটি ডুয়েটের শিক্ষার্থী আব্দুল আহাদের, আরেকটি সময় টিভির চিত্র সাংবাদিক জুনায়েদ রুবেলের। মঙ্গলবার (২৮ অক্টোবর) ডুয়েটের পাসে এক বাসার সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ডুয়েটের শিক্ষার্থী আব্দুল আহাদ তরুবীথি এলাকার একটি ভাড়া বাসায় থাকেন। প্রতিদিনের মতো মঙ্গলবার ব্যক্তিগত কাজ শেষে দুপুরে বাসায় ফেরেন তিনি। বাসার সামনে বাইক রেখে গ্যারেজের মেইন গেইটের চাবি আনতে নিজের রুমে যান। রুমে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বাইক স্টার্ট দেওয়ার শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে দৌড়ে বাইরে এসে দেখেন, চোর তার বাইক চালিয়ে পালিয়ে যাচ্ছে। চুরি হওয়া মোটরসাইকেলটির নম্বর ঢাকা মেট্রো ল-৪২-১৩০০।

আরও পড়ুন : স্কুল-কলেজে কর্মচারী নিয়োগে মন্ত্রণালয়ের নীতিমালা বাস্তবায়নের নির্দেশ

ভুক্তভোগী ডুয়েট শিক্ষার্থী আব্দুল আহাদ বলেন, ‘আমি মাত্র বাইক রেখে রুমে গিয়েছিলাম চাবি আনার জন্য। দুই মিনিটেরও কম সময়ে চোর বাইকের তালা ভেঙে নিয়ে গেছে। এতে বোঝা যায়, চোর তালা ভাঙায় বিশেষ পারদর্শী।” তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’

একই দিনে গাজীপুরের শ্মশান মোড় এলাকা থেকেও সময় টিভির চিত্র সাংবাদিক জুনায়েদ রুবেলের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। ঘটনার সময় ছিল সন্ধ্যা ৬টা। এর আগের দিন, অর্থাৎ ২৬ অক্টোবর, তরুবীথি এলাকার আরেকটি বাসা থেকেও একটি মোটরসাইকেল চুরি হয়েছে বলে জানা গেছে।