নতুন হত্যা মামলায় গ্রেফতার সাবেক মেয়র আতিকুল
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীক উত্তরা পূর্ব থানায় দায়ের করা এক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে।
আজ সোমবার এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত। এদিন আতিকুলকে গ্রেফতার দেখানোর আবেদন করেন উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম।
সংশ্লিষ্ট আদালতের কৌশুলি আ্যাডভোকেট হারুন-অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, নিহত তাজুল ইসলাম (৫৯) রেন্ট-এ-কারের ব্যবসা করতেন। গত ১৮ জুলাই নিহত তাজুল রোজা রাখায় ঐ সময় তাকওয়া মসজিদে নামাজ শেষে ইফতার কেনার জন্য বের হয়ে ফুটপাতের উপর দিয়ে হাটতে হাটতে রবীন্দ্র স্বরনী রোডের রাস্তার উপর আসলে আসামীদের ছোড়া তার বুকের বাম পাশে লেগে গুরুত্বর জখম হন।
পরবর্তীতে তাকে হাসপাতালে নেয়া কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় নিহতের ছেলে রেদোয়ান হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।