ইউএনও’র সই জাল করে প্রত্যয়নপত্র তৈরি নারীর, অতপর..
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র স্বাক্ষর জাল করে প্রত্যয়নপত্র তৈরি করার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আটককৃত ওই নারীর নাম শামীমা আকতার (৩২)। তিনি উপজেলার বারখাইন ইউনিয়নের বাসিন্দা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘প্রত্যয়নপত্রে ইউএনও’র স্বাক্ষর জালিয়াতির ঘটনায় এক নারীকে আটক করে নির্বাচন অফিস পুলিশে দিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।‘
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ওই নারী ভোটার সংক্রান্ত একটি প্রত্যয়নপত্র নিয়ে অফিসে আসেন। নথিটি যাচাই করতে গিয়ে ইউএনও’র স্বাক্ষর সন্দেহজনক মনে হলে কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে নিশ্চিত হওয়া যায়, সেদিন ইউএনও তাহমিনা আক্তার জেলার সভায় ছিলেন এবং কোনো ফাইলেও স্বাক্ষর করেননি। পরে নির্বাচন অফিস থাকে পুলিশে দেয়।
ঘটনা নিয়ে প্রশ্ন করলে শামীমা আকতার স্বীকার করেন, উপজেলা পরিষদের সামনে একটি কম্পিউটার দোকানে টাকা দিয়ে ওই জাল স্বাক্ষর বসিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘সরকারি কর্মকর্তার স্বাক্ষর জাল করা গুরুতর অপরাধ। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।‘