২৪ অক্টোবর ২০২৫, ১৮:২৫

ময়মনসিংহে মা-মেয়ের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি  © সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলার দত্তের বাজার ইউনিয়নের বিরই গ্রামের একটি বাড়ি থেকে মা ও তার তিন বছরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মেয়েকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন। এ ঘটনায় শুক্রবার পাগলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এ ঘটনায় নিহত নারীর স্বামী শাহীনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।

বৃহস্পতিবার ( ২৩ অক্টোবর) সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মর্জিনা বেগম (২৪), শিশু ময়না বেগম (৩) ।

পুলিশ ও এলাকাবাসী  জানায়, উপজেলার পাগলা থানার দত্তের বাজার ইউনিয়নের বিরই গ্রামের শাহীন ও মর্জিনা বেগম দম্পতির ময়না বেগম নামে তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। শাহীন সৌদিপ্রবাসী ছিলেন। শাহীনের স্ত্রী মর্জিনা বেগম প্রায় ছয় মাস ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। স্ত্রীর চিকিৎসার জন্য শাহীন আড়াই মাস আগে দেশে ফিরেন। এরপর স্থানীয় কবিরাজ দিয়ে স্ত্রীকে চিকিৎসা করাচ্ছিলেন।

বৃহস্পতিবার বেলা একটার দিকে শাহীন বাড়ি ফিরে দরজা বন্ধ দেখে বেশ কিছু সময় ডাকাডাকি করে সাড়া  না পেয়ে পাশের কক্ষের সিলিংয়ের ওপর উঠে এ ঘটনা দেখে ডাক-চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে এসে দরজা খুলে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে নিয়ে যান। এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শাহীনকেও থানায় নিয়ে যায়।

শাহীন, বাচ্চু মিয়াসহ বেশ কয়েকজন প্রতিবেশী বলেন, ‘শাহীন ও মর্জিনার পারিবারিক কোনো সমস্যার কথা আমরা কখনো শুনিনি। তবে বিগত কয়েক মাস ধরে মর্জিনা মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার চিকিৎসা চলছিল। কিন্তু এমন নির্মৃম ঘটনায় আমরাও হতবাক।’

পাগলা থানার ওসি ফেরদৌস আলম বলেন, মা ও তার শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।