১৯ অক্টোবর ২০২৫, ২২:০৭

বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার চোরাই পণ্য জব্দ

জব্দ করা ভারতীয় শাড়ি  © টিডিসি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫৪ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৯ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে এবং ১ কোটি ৪ লাখ টাকার উন্নত মানের শাড়ি, খাদ্যসামগ্রী ও আতশবাজি।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান  বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। এরই অংশ হিসেবে বিশেষ অভিযানে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।