১৯ অক্টোবর ২০২৫, ১৯:৫০

কুড়িগ্রামে ৭৫ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি  © টিডিসি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার উত্তর কাশিপুর তেলীপাড়া ঘুঘুরহাট-নাগেশ্বরী সড়ক থেকে এসব গাঁজা ও একটি সিএনজিসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

রবিবার (১৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানা পুলিশ। 

গ্রেপ্তার দুই মাদক কারবারি হলেন উপজেলার সদর ইউনিয়নের বুদারবান্নি এলাকার মৃত রজব আলীর ছেলে খোরশেদ আলম (৩৮) ও একই উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল এলাকার মৃত সমসের আলীর ছেলে শফিকুল ইসলাম (৫০)।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।