রাজধানীতে নারী সংবাদকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর শেরেবাংলা নগরের একটি বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাস (২৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি অনলাইন সংবাদমাধ্যমে ঢাকা স্ট্রিমের গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের নাভানা টাওয়ার থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, স্বর্ণময়ী বিশ্বাসের বাড়ি ঝিনাইদহ জেলায়। তিনি গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। এক বছর আগে ঢাকা স্ট্রিমে যোগদান করেন তিনি। স্বর্ণময়ী তার বাবা সত্যজিৎ বিশ্বাস, মা রোমা রানি বিশ্বাস ও ভাইয়ের সঙ্গে ঢাকায় থাকতেন।
স্বর্ণময়ী বিশ্বাসের বড় ভাই সৌরভ বিশ্বাস দ্য ডেইলি ক্যম্পাসকে বলেন, তার বোন ঘড়ের ভেতর থেকে লক করে অবস্থান করছিল। দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় তাকে খুলতে বললেও কোন সাড়া পাওয়া যায়নি। বাসায় থাকা চাবি দিয়ে দরজা খুলে দেখতে পাই, সে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। আমি, আমার বাবা ও ভাবি মিলে তাকে উদ্ধার করে পপুলার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: স্পর্শকাতর জোনে পাঁচ দিনে ৩ আগুন: আশ্বস্ত করল সরকার
ঘটনার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই সাইফুল ইসলাম দ্য ডেইলি ক্যম্পাসকে বলেন, পরিবারের পক্ষ থেকে এখনও মামলা দায়ের করা হয়নি। আমরা সংবাদ পেয়ে পপুলার হাসপাতাল থেকে মৃতদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে মামলা দায়ের করা হবে।
এ ঘটনার সুরতহাল প্রতিবেদক এসআই অমিত চাকমা দ্য ডেইলি ক্যম্পাসকে বলেণ, ‘মৃতের বিভিন্ন নমুনা পরিক্ষার জন্য পাঠানো হয়েছে। শরীরের দুই হাতে ছুরি বা ব্লেড দিয়ে কাটা একাধিক দাগ রয়েছে। তার গলায়ও কালো দাগ আছে।’