এইচএসসিতে কম জিপিএ পাওয়ায় মায়ের বকাঝকা, নিজেকে শেষ করে দিলেন ইকরা
সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষায় ফলাফলে কাঙ্ক্ষিত জিপিএ না পাওয়ায় মায়ের বকাঝকার পর অভিমানে ইকরা তারাবী খান (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর শাহজাহানপুর থানার শান্তিবাগ এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ইকরা তৌহিদুর রহমান খানের মেয়ে। তিনি মালিবাগের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন এবং এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
এ বিষয়ে ইকরার মামা তসলিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ- ৩.৫ পেয়েছে ইকরা। ফলাফল আশানুরূপ না হওয়ায় তার মা তাকে বকাঝকা করেন। পরে অভিমান করে বাথরুমের শাওয়ারের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে। বিষয়টি জানতে পেরে অচেতন অবস্থা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে সেখানে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।