লক্ষ্মীপূজার মেলা দেখতে গিয়েছিল নবম শ্রেণির ছাত্র, প্রবেশপথে ছুরিকাঘাতে হত্যা
মানিকগঞ্জ সদর উপজেলায় লক্ষ্মীপূজার মেলায় ঘুরতে গিয়ে রাব্বি (১৭) নামের এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) রাতে উপজেলার পুটাইল ইউনিয়নের পুটাইল এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রাব্বি পুটাইল ইউনিয়নের কাফাটিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে। সে স্থানীয় কাফাটিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে। তারা হলো পুটাইল এলাকার শিশির আহমেদ (১৭) ও আবদুল কাউয়ুম (১৭)।
সদর থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার পুটাইল এলাকায় কালীগঙ্গা নদীর তীরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা লক্ষ্মীপূজা উপলক্ষে এক মেলার আয়োজন করেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাব্বি ওই মেলায় যায়। মেলায় প্রবেশের সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাব্বিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রবিবার (১২ অক্টোবর) সকালে নিহত রাব্বির লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, ‘কী কারণে ওই স্কুলছাত্রকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
তিনি আরও জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং আসল হত্যাকারীদের শনাক্তে কাজ চলছে।
রাব্বির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সহপাঠী ও স্থানীয়রা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।