১০ অক্টোবর ২০২৫, ২৩:৩২

চার হাজার পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার

এক নারী আটক  © টিডিসি ফটো

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার হিমারদিঘি আমতলী কেরানীর টেক বস্তির পাশে আঞ্চলিক সড়ক এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) দুপুর আড়াইটার দিকে অধিদপ্তরের উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত নারী হলেন হাজেরা আক্তার (৩৬)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার মনিয়ন্দ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড় লোহাগড়া গ্রামের আজাদ মিয়ার মেয়ে। অভিযানের সময় হাজেরা আক্তারের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধারকৃত ইয়াবাসহ টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নম্বর ২০। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬ (১) সারণির ১০ (খ) ধারায় করা হয়েছে।

মামলার তদন্তভার গ্রহণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কর্তৃপক্ষ। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) অহিদুজ্জামান বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মামলা দিয়ে আসামিকে থানায় হস্তান্তর করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’