চুরির অভিযোগে কিশোরকে নির্যাতন, চুল কেটে পিটুনি
ঝিনাইদহের কোটচাঁদপুরে চুরির অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরের মাথার চুল কেটে পিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে কোটচাঁদপুর পৌর এলাকার রুদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কিশোরটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের মধ্যস্থতায় সন্ধ্যায় তাকে বাবার হেফাজতে দেওয়া হয়।
কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত আলী বলেন, ‘রুদ্রপুর গ্রামের দুলালের বাড়িতে চুরি সন্দেহে ওই কিশোরকে ধরে প্রথমে মাথার চুল কেটে দেওয়া হয়, পরে গ্রামবাসী লাঠিসোঁটা দিয়ে মারধর করে।’
তিনি আরও জানান, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’
এদিকে, দুপুরের এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই ঘটনাটিকে অমানবিক ও লজ্জাজনক বলে মন্তব্য করেন।
কোটচাঁদপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধায়ক মোছা. কোহিনুর খাতুন বলেন, ‘অভিযোগ না থাকায় ছেলেটিকে তার বাবার হেফাজতে দেওয়া হয়েছে।’