এবার মালিবাগে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি
রাজধানীর মালিবাগে একটি শপিং মলের জুয়েলারি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটে নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাতে মালিবাগের ফরচুন শপিং মলে অবস্থিত 'শম্পা জুয়েলার্স' নামের দোকানে এই চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে চোরচক্রের দুই সদস্য বোরকা পরে এসে শপিং মলে প্রবেশ করে। পরে তারা শম্পা জুয়েলার্সের শাটারের তালা ভেঙে দোকানে ঢুকে মূল্যবান স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। দোকানের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, চোরেরা বেশ সুশৃঙ্খলভাবে পুরো চুরির ঘটনা সম্পন্ন করে।
দোকানটির মালিক জানান, চুরি হওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে প্রায় ৪০০ ভরি বিক্রয়ের জন্য প্রস্তুত স্বর্ণ ছিল এবং ১০০ ভরি বন্ধকি স্বর্ণ ছিল। এছাড়া দোকানে থাকা প্রায় ৪০ হাজার টাকা নগদ অর্থও নিয়ে গেছে দুর্বৃত্তরা। তিনি বলেন, ‘প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফিরি। পরে রাতের শেষভাগে মার্কেটের দারোয়ান ফোন করে জানালে এসে দেখি, দোকানে আর কিছুই অবশিষ্ট নেই।’
চুরির ঘটনার পর দোকান মালিক থানায় যোগাযোগ করেছেন। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ফরচুন শপিং মলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। চোরদের শনাক্ত করতে প্রযুক্তিগত সহায়তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
এর আগে গত ৫ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে ১২৫ ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা চুরি হয়। সেই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং পুলিশ এখনো ওই চক্রকে ধরতে অভিযান চালাচ্ছে।