০১ অক্টোবর ২০২৫, ০০:৪৫

১০৫ পিস ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার

প্রতীকী ছবি   © সংগৃহীত

গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানা পুলিশ অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, গ্রেপ্তারকৃত নাসরিন আক্তার (৩৫) পূবাইল থানার কুদাব এলাকার রাশেদুল আলমের স্ত্রী।

এ সময় মাদক বিক্রির নগদ ২ হাজার ৩০০ টাকাসহ নাসরিনকে আটক করা হয়। পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাতে পূবাইল থানাধীন কুদাব এলাকার রাশেদুল আলমের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের সময় তার ঘরের ওয়ারড্রবের ড্রয়ার থেকে ১০৫ পিস ভারতীয় নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করা হয়।