৩০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫০

দর্শনা চেকপোস্টে গোপালগঞ্জ আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

গ্রেপ্তার এস এম মুনির হিটলা  © টিডিসি

ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট থেকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এস এম মুনির হিটলার গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার এস এম মুনির গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ার জহিরুল হকের ছেলে। তিনি মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাচ্ছিলেন।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) তারেক মাহমুদ জানান, ভিসা ও পাসপোর্ট যাচাই করার সময় তার নামে গোপালগঞ্জ সদর থানায় মামলা থাকার তথ্য পাওয়া যায়। এ কারণে তাকে গ্রেপ্তার করে দর্শনা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।