২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮

আওয়ামী লীগের সাবেক ২ এমপি গ্রেপ্তার

আওয়ামী লীগের সাবেক ২ এমপি গ্রেপ্তার  © সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ সাবেক এমপিসহ মোট ১৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ত্রাস দমন আইনের আওতায় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল সংরক্ষিত সাবেক নারী এমপি-৩২৪ তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও এদিন আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।