খালেদা জিয়া-তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য, ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল
সাতক্ষীরায় রাসেল নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদল। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের খানপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাসেল শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তারুজ্জামানের ছেলে।
জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তি করেছেন। এর প্রতিবাদে স্থানীয়দের সহায়তায় ছাত্রদল কর্মীরা তাকে আটক করে থানায় সোপর্দ করে।
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মহসিন আলম বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে অশালীন মন্তব্যের প্রমাণ পাওয়ায় আমরা তাকে প্রশাসনের হাতে তুলে দিয়েছি। আইন সবার জন্য সমান হওয়া উচিত। আমরা চাই, এর সুষ্ঠু তদন্ত হোক।’
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক রাসেলকে আদালতে পাঠানো হয়েছে।