২৯ এপ্রিল ২০১৯, ১৬:৫২

ছাত্র ইউনিয়নের কাউন্সিলে দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৫

সংঘর্ষে আহতরা  © সংগৃহীত

ছাত্র ইউনিয়নের ৩৯তম জাতীয় কাউন্সিল হট্টগোল-মারামারির মধ্য দিয়ে শেষ হয়েছে। এতে সংগঠনটির ঢাকা কলেজ সংসদের সভাপতি জুবায়ের প্রধানসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি ঘোষণার পরপর কাউন্সিলরদের মারামারি এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ছাত্র ইউনিয়নের নতুন কমিটি ঘোষণার পরই কাউন্সিলরদের একাংশ বিক্ষোভ করে। প্রহসনের কমিটি মানি না, মানবো না, এমন স্লোগান দেয় বিক্ষুব্ধরা। এসময় প্রায় অর্ধশতাধিক কাউন্সিলর বের হয়ে যেতে চাইলে তাদের বাধা দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের নেতাকর্মীরা।

এ সময় দুপক্ষের হাতাহাতিতে ঢাকা কলেজ সভাপতি জুবায়ের প্রধান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সুমন, দপ্তর সম্পাদক প্রভাত কায়সার, ঢাকা জেলা সংসদের প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, রাজশাহী জেলার সভাপতি প্রান্ত প্রতীম পান্ডেসহ ৫ জন আহত হন। এদের মধ্যে জুবায়ের প্রধানের অবস্থা আশঙ্কাজনক। তাকে স্থানীয় রাবেয়া ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এর আগে মেহেদী হাসান নোবেলকে সভাপতি, অনিক রায়কে সাধারণ সম্পাদক ও মনীষী রায়কে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়।

কাউন্সিলে সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে ছাত্র ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান নোবেল বলেন, ভুল বোঝাবুঝি থেকে এমনটা হয়েছে। সর্বসম্মতিক্রমেই কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চার দিনব্যাপী ৩৯তম জাতীয় সম্মেলন শেষে ২০১৯-২০ সেশনের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে যারা আছেন- সভাপতি মেহেদী হাসান নোবেল, সহসভাপতি দীপক শীল, ফয়েজ উল্লাহ, জহরলাল রায়, তামজীদ আহমেদ তুর্য, অভিজিৎ বড়–য়া, নাদিম মাহমুদ, আব্দুল হালিম, আশজাদুল বোরহান তাহযীব অণিক, সাধারণ সম্পাদক অনিক রায়, সহ-সাধারণ সম্পাদক রাজীব কুমার দাস, সুমাইয়া সেতু, আরিফুল ইসলাম অনিক, সাংগঠনিক সম্পাদক মনীষি রায়, কোষাধ্যক্ষ জয় রায়, দপ্তর সম্পাদক ফয়জুর মেহেদী, শিক্ষা ও গবেষণা সম্পাদক নজির আমিন চৌধুরী জয়, বিজ্ঞান প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তাসিন মল্লিক, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মং শৈ শৈ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কফিল উদ্দিন মোহাম্মদ শান্ত, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাগীব নাইম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ঐশ্বর্য্য আহমেদ, ক্রীড়া সম্পাদক মাহির শাহরিয়ার রেজা।

কার্যকরী সদস্য হিসেবে আছেন, জি এম জিলানী শুভ, লিটন নন্দী, তামজীদ হায়দার চঞ্চল, উত্তম কুমার রায়, আরিফুল ইসলাম মিঠুল, আব্দুল হালিম, শাকিলা আক্তার, জিয়াউর রহমান, সরজ কান্তি দে, সুবিনয় রায় শুভ, অনন্য ইদ-ই আমীন, ধীসন চাকমা, সম্পা দাস, আতিক রিয়াদ, শাহীনুর রহমান, বেলাল হোসাইন বিদ্যা, অনুপ চক্রবর্তী, লাবিব ওয়াহিদ।