২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৫

টঙ্গীতে শীর্ষ মাদককারবারি রুনা ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার

মাদককারবারি রুনা ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার  © টিডিসি

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে টঙ্গীর কেরানির টেক বস্তি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—রুনা (৩০), আলপিন ওরফে সুমন (২০), তারেক (২০) ও সুজন (৩৪)। সবার বাড়ি গাজীপুরের আমতলী এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রুনা দীর্ঘদিন ধরে টঙ্গীর কেরানির টেক বস্তি এলাকায় মাদককারবার চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠলেও বিভিন্ন কৌশলে তিনি আইনের হাত এড়িয়ে যান। অবশেষে পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার তাদের আদালতে প্রেরণ করা হবে।