গোপালগঞ্জে ছিনতাইকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার
গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওপর ছিনতাই ও ছুরিকাঘাতের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মূল হোতা মো. রব্বি ওরফে বেনসন রাব্বিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে শহরতলীর ফকিরকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই নয়ন কুমার সাহা জানান, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় পার্থ প্রতিম কুন্ডু নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে তার কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় চক্রের সদস্যরা। আহত শিক্ষার্থী শনিবার রাতে সদর থানায় মামলা করেন। পুলিশ সুপারের নির্দেশে রাতভর অভিযান চালিয়ে রবিবার ভোররাতে রাব্বিকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আহমেদ আলী বিশ্বাস জানান, মামলার বাদী ছবি দেখে রাব্বিকে শনাক্ত করেন। এরপর রাতভর অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়। দুপুরে আদালতে হাজির করে তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছে।
তিনি আরও জানান, ছিনতাইকারী চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।