২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি গ্রেপ্তার

ছাত্রলীগের সাবেক সভাপতি সাদিকুল ইসলাম  © টিডিসি ফটো

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদিকুল ইসলাম সোহা‌কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের এলজিইডি অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকেই সোহা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দ্রুততম সময়ের মধ্যে তাকে আদালতে সোপর্দ করা হবে।’

আরও পড়ুন: বাগদান সম্পন্ন করলেন এনসিপি নেতা হান্নান মাসউদ, পাত্রী কে?

সোহার পরিবার জানায়, ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

উল্লেখ্য, সাদিকুল ইসলাম সোহা অতীতে জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনীতির পাশাপাশি তিনি রোভার স্কাউট ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন।