১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৩৭

ফার্মেসির আড়ালে রমরমা মদের ব্যবসা, আটক ৩

ফার্মেসির আড়ালে রমরমা মদের ব্যবসা  © টিডিসি ফটো

লক্ষ্মীপুর পৌরসভার থানা রোডে জয় ফার্মা নামে একটি ফার্মেসির আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল দেশি মদের ব্যবসা। স্থানীয়দের গোপন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী।

অভিযানে হারান চন্দ্র সাহার বাড়ি থেকে ২৩ লিটার দেশি মদ জব্দ করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কিশোর কুমার সাহা (৬৩), শ্রীধাম চন্দ্র বাছাড় (৪৩) ও জয় সাহা (৩০)।

স্থানীয়রা জানান, ঔষধ ব্যবসার আড়ালে জয় ফার্মাকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে চলছিল মদের অবাধ কেনাবেচা। এতে এলাকার তরুণদের মধ্যে নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার বেড়ে যাচ্ছিল। 

অভিযানে অংশ নেওয়া আইনশৃঙ্খল বাহিনীর এক সদস্য বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। উদ্ধার করা মদ জব্দ করা হয়েছে এবং আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।