১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৭

আওয়ামী লীগের মিছিলে নেতৃত্বের অভিযোগে তেজগাঁও কলেজের অধ্যাপক গ্রেপ্তার

তেজগাঁও কলেজ  © সংগৃহীত

রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে তেজগাঁও কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক আশরাফুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে সমন্বয় করে এ মিছিলের নেতৃত্ব দিয়েছেন। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁও ইন্দিরা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তেজগাঁওয়ের আলমগীর কবির। তিনি বলেন, আওয়ামী লীগের মিছিলের নেতৃত্ব দিয়েছে এমন তথ্য আছে আমাদের কাছে তাই ওই শিক্ষককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গ্রেপ্তারকৃত আশরাফুল আলম গাজীপুরের কাশিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।