স্কুলের সামনে ময়লার ভাগাড়, নেতাদের একহাত ব্যারিস্টার সুমনের (ভিডিও)

  © টিডিসি ফটো

পাশাপাশি স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ। তবে সেখানকার ছাত্র-ছাত্রী ও অধিবাসীরা ভালো নেই। কারণ এর সামনেই বিশাল ময়লার ভাগাড়, আর তীব্র দুর্গন্ধযুক্ত দূষিত পানি। স্থানীয় জনপ্রতিনিধিদের অবহেলায় তা দীর্ঘদিনেও সরানো হয়নি। ওই নেতাদের অবহেলায় তীব্র জনদুর্ভোগ তৈরি হওয়ায় তাদেরকে একহাত নিয়েছেন আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

এবার সিলেটের শ্রীমঙ্গলের ওই ময়লার ভাগাড়ের ওপর দাড়িয়ে ফেসবুকে লাইভ করেছেন তিনি। সেখানে ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন। দীর্ঘদিনেও ময়লার ভাগাড় না সরানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেন, সমাজের নানা অসঙ্গতি ফেসবুক লাইভে তুলে ধরে আলোচনায় আসা এই আইনজীবী।

সায়েদুল হক সুমন বলেন, ‘শ্রীমঙ্গলের এই অমঙ্গল দেখে সহ্য হয়নি, তাই চলে এসেছি। এই ময়লার ভাগাড়ের পেছনে শ্রীমঙ্গল সরকারি কলেজ। বাম পাশে স্কুল, আরেকদিকে মাদ্রাসা ও মসজিদ। ১৭ হাজার ছাত্র-ছাত্রী এখানে পড়াশোনা করে। আশ্চর্য লাগে যেখানে খেলার মাঠ থাকার কথা সেখানে ময়লার ভাগাড়।’

তিনি বলেন, ‘শ্রীমঙ্গল প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও এখানে ১২ বছর নির্বাচন হয়না। একজন মানুষই ১২ বছর মেয়র হিসেবে আছেন। আমি তাকে দোষারোপ করব না, শুধু এই অবস্থানটা দেখাইতে চাই।’

এসময় তিনি নেতাদের সমালোচনা করে বলেন, ‘এখানকার অধিবাসীরা ডিসি, এমপি, চেয়ারম্যান ও মেয়রের কাছে গেছেন। কিন্তু সমাধান হয়নি। তাদের ছেলে-মেয়েরাও এখানে পড়েন না। যদি পড়ত তাহলে এই ময়লা থেকে মুক্তির দরদ দেখাত।’

এসময় ময়লার ভাগাড় থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানিয়ে ব্যারিস্টার সুমন বলেন, ‘শ্রীমঙ্গলকে প্রকৃতির রাজধানী বলা হয়। অথচ এই অবস্থা। এরা নেতৃত্বদের প্রতি চরম ঘৃণা প্রকাশ করছে।’

ফেসবুক লাইভে মাজিদ চৌধুরী নামে স্থানীয় একজন বলেন, ‘শ্রীমঙ্গল পৌরসভার একমাত্র ময়লার ভাগাড়। ৭০ বছর এটা রয়েছে। কিন্তু জনপ্রতিনিদের কাছে দাবি জানানো হলেও কোন সুরাহা হয়নি।’

এসময় সুমন বলেন, ‘নেতারা আসেন আর বইয়ের ভাষা বলে চলে যান। তারপর যেখানে-যেভাবে ফাইল ছুড়ে ফেলছেন। মানুষের প্রতি বিশেষ করে ছাত্র-ছাত্রীদের প্রতি যদি দরদ না থাকে, তাহলে কেউ প্রকৃত নেতা হতে পারবেন না। এত মানুষকে কষ্টে রাইখেন না।’

এসময় দোষা-দোষী বাদ দিয়ে ময়লার ভাগাড় সরানোর আহবান জানিয়ে বলেন, ‘এতগুলো বাচ্চাকে ঘৃণা নিয়ে বড় হতে দিয়েন না।’

ব্যারিস্টার সুমনের লাইভ ভিডিও-


সর্বশেষ সংবাদ