০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬

নিজ ঘরে স্ত্রীর গলা কাটা, স্বামীর ঝুলন্ত লাশ 

স্ত্রীর ও স্বামীর লাশ উদ্ধার  © সংগৃহীত

বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নে একটি ঘর থেকে স্বামী-স্ত্রীর লোমহর্ষক মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ ইটবারিয়া এলাকার মোল্লা বাড়ি থেকে স্বপন মোল্লা (৩২) ও তার স্ত্রী আকলিমা (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে আকলিমার গলাকাটা মরদেহ এবং স্বপনের ঝুলন্ত দেহ উদ্ধার করে।

ঘরের ভেতর ওই দম্পতির দুই কন্যা শিশু – একজন ৫ বছর বয়সী এবং অপরজন ১ বছর বয়সী – জীবিত অবস্থায় পাওয়া গেছে। তাদেরকে আপাতত স্থানীয়দের হেফাজতে রাখা হয়েছে।

আরও পড়ুন: বদরুদ্দীন উমর আর নেই

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত চলছে।