০২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৪

যশোরে ৪টি স্বর্ণের বারসহ যুবক আটক

স্বর্ণের বারসহ যুবক আটক  © টিডিসি ফটো

যশোরে ৪টি স্বর্ণের বারসহ অমিত বিশ্বাস (৩১) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় সদর উপজেলার রাজারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। েআটক অমিত বিশ্বাস ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জাগির দেওলী গ্রামের রঞ্জন বিশ্বাসের ছেলে।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সকালবেলায় বিজিবির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় তারা ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাস থামিয়ে অমিত বিশ্বাসকে আটক করেন। পরে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৪৬৬.৪৬ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ৭০ লাখ ৩০ হাজার ১৮ টাকা।

আরও পড়ুন: রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম শিবরাম স্কুলের শিক্ষার্থী ইসরাত

লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী আরও জানান, অমিত বিশ্বাস ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরায় নিয়ে যাচ্ছিল। আটককৃত যুবককে মামলা দিয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।