হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার
রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্টিনের একটি কক্ষ থেকে জ্যাকসন (৫০) নামের এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট) রাতে গুলশান থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জ্যাকসন গত ২৭ আগস্ট ওয়েস্টিন হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের মাধ্যমে তিনি ওই কক্ষটি বুক করেন। তবে দুই দিন ধরে কোনো খাবার অর্ডার না করায় হোটেল কর্তৃপক্ষ সন্দেহ প্রকাশ করে এবং বিষয়টি পুলিশ ও দূতাবাসকে জানায়।
পরবর্তীতে দূতাবাসের একটি মেডিকেল টিম ও পুলিশের একটি দল হোটেলে পৌঁছায়। তারা কক্ষে ঢুকে জ্যাকসনকে মৃত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে।
ওসি হাফিজুর রহমান বলেন, ‘মৃত্যুটি স্বাভাবিক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ মরদেহের অবস্থান, কক্ষের পরিস্থিতি এবং দূতাবাসের অনুরোধে মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, জ্যাকসন বাংলাদেশে একটি ব্যবসায়িক সফরে এসেছিলেন।