এসআইয়ের থাপ্পড়ে কানে না শোনার অভিযোগ যুবদল নেতার
টাঙ্গাইলের গোপালপুরে এক উপপরিদর্শকের (এসআই) থাপ্পড়ে যুবদল নেতা আমিনুল ইসলাম আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে গোপালপুর থানা ভবনের একটি কক্ষে এই ঘটনা ঘটে। ঘটনার পর আমিনুল ইসলাম অভিযোগ করেন, তিনি এখন কানে শুনতে পাচ্ছেন না।
আহত অবস্থায় প্রথমে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খায়রুল আলম জানান, কানে আঘাতের প্রাথমিক আলামত পাওয়া গেছে। তবে নিশ্চিত হতে তাকে রেফার করা হয়েছে।
ঘটনার পেছনে জমি সংক্রান্ত একটি বিরোধকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার কথা জানিয়েছেন স্থানীয়রা। সূত্র মতে, সোমবার জমি নিয়ে সালিশি বৈঠক ঘিরে এ দেখা দেয়। পরদিন পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। এরপর বিষয়টি নিয়ে গোপালপুর থানায় বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে বসেন আমিনুল ইসলাম।
বৈঠক চলাকালে উত্তেজনা তৈরি হলে আমিনুল ইসলাম ও এসআই রাসেল মিয়াকে বাইরে যেতে বলা হয়। অভিযোগ রয়েছে, পরে থানার আরেকটি কক্ষে নিয়ে গিয়ে এসআই রাসেল তাকে থাপ্পড় মারেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত এ ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়েছেন। তবে অভিযুক্ত এসআই রাসেল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। থানায় কোনো মারধরের ঘটনা ঘটেনি।’
গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উদ্দিন জানান, ‘ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছে। পরে নেতাদের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করা হয়েছে।’