২৫ আগস্ট ২০২৫, ১৯:৫৭

প্রটোকলে জনদুর্ভোগ, জিএমপি কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়

জিএমপি কমিশনার মো. নাজমুল করিম খান  © টিডিসি সম্পাদিত

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৫ আগস্ট) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন। 

তিনি বলেন, গাজীপুরের সেই পুলিশ কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ইতিমধ্যে ওই কর্মকর্তার কাছ থেকে ব্যাখ্যা তলব করেছেন। একই সঙ্গে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে ফল পাওয়া যাবে।

জানা গেছে, প্রতিদিন সকালে কমিশনার গাজীপুর যাওয়ার সময় টঙ্গীর কলেজগেট এলাকায় উড়ালসড়ক ঢাকামুখী যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়। আর ফেরার পথে গাজীপুরের ভোগড়া এলাকায় উড়ালসড়ক একমুখী করে দেওয়া হয়, তখন বন্ধ হয়ে যায় গাজীপুরমুখী লেন। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে ওঠে। এ বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সরকারের দৃষ্টি আকর্ষণ হয়।