অভিমানে চলে গেলেন যুবক
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিমানে গলায় ফাঁস দিয়ে জীবন দিলেন মিলন (২২) নামের এক যুবক। রোববার (২৪ আগস্ট) গভীর রাতে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবির মামুদ দালালী টারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন ওই গ্রামের মকবুল হোসেন কসাইয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে মিলনের স্ত্রী সানজিদা ও তার শাশুড়ির মধ্যে বনিবনা ছিল না। প্রায়ই এ নিয়ে পারিবারিক কলহ লেগেই থাকত। রোববার রাতে পারিবারিক ঝগড়ার একপর্যায়ে মিলনকে শাসন করে পরিবারের লোকজন। এরপর ক্ষোভে-অভিমানে মিলন শোবার ঘরের ফ্যানের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেন। ঘটনার সময় তার স্ত্রী বাবার বাড়িতে ছিলেন।
আরও পড়ুন: রাত ৯ টায় চিঠি পেয়েছি, দলের সিদ্ধান্ত মাথা পেতে নেব
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ও সার্কেল কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।