২২ আগস্ট ২০২৫, ১২:৪৭

 ডাকাতি চেষ্টা ব্যর্থ, আটক তিন 

তিনজন আটক   © টিডিসি ফটো

গাজীপুর মহানগরীর সদর থানাধীন ধীরাশ্রম ভাড়ারুল এলাকায় ডাকাতির চেষ্টা চলাকালে স্থানীয়দের সহায়তায় তিন ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গত বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় ব্যবসায়ী মজিবুর রহমানের বাড়িতে রাত সাড়ে ১১টার দিকে সশস্ত্র ডাকাত দল হামলা চালায়। তারা দরজায় ধাক্কাধাক্কি ও জানালার কাঁচ ভাঙচুর করে বাড়িতে প্রবেশের চেষ্টা করে। এসময় বাড়ির লোকজন চিৎকার করলে মজিবুর, তার ভাই ও ছেলে দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় প্রতিরোধ গড়ে তোলে।

হামলার মুখে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা সম্ভব হয়। পরে খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। তবে দলটির আরও ৮ থেকে ৯ জন সদস্য পালিয়ে যায়।

আটকরা হলেন- গাজীপুর মহানগরীর আদাবৈ এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. আসিফ (২৩), একই এলাকার আলম হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৩) এবং শফিক মৃধার ছেলে জিহাদ মৃধা (২৪)।

মজিবুর রহমান বলেন, ‘আমি রাতে স্ত্রী-সন্তানের চিৎকারে দ্রুত বাসায় আসি। এলাকাবাসীর সহযোগিতায় তিনজন ডাকাতকে আটক করে পুলিশে দিই।’

এ বিষয়ে জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।