১৫ আগস্ট ২০২৫, ০১:৩১

এক সপ্তাহের ব্যবধানে গাজীপুরে ফের ছুরিকাঘাতের ঘটনা

বাসন থানা  © সংগৃহীত

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় পূর্বশত্রুতার জেরে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাতে আহত করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৪টার দিকে মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকায় পাশাপাশি শরবত বিক্রি করতেন সাদ্দাম হোসেন (৩০) ও দেলোয়ার হোসেন। বিকেলে কথাকাটাকাটির একপর্যায়ে দেলোয়ার তার কাছে থাকা ছুরি দিয়ে সাদ্দামের পিঠ ও হাতে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহত সাদ্দামকে হাসপাতালে পাঠান এবং দেলোয়ারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহিন খান জানান, আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর মাত্র এক সপ্তাহ আগে, গত ৭ আগস্ট একই এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।