১১ আগস্ট ২০২৫, ০৯:০৬

বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে শিশু‌কে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ জেল হাজতে

অভিযুক্ত ছক্কু মিয়া  © টিডিসি

‎কুড়িগ্রামের উলিপুরে বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে পাঁচ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে জেলহাজ‌তে পাঠিয়েছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম ছক্কু মিয়া (৫০)। তিনি হাতিয়া ইউনিয়নের অনন্তপুর কলাতিপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল শিশুটি। এ সময় প্রতি‌বে‌শি ছক্কু মিয়া তাকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ ঘরে নি‌য়ে যায়। এ সময় শিশুটির চিৎকাররে স্থানীয়রা গি‌য়ে তাকে উদ্ধার করেন। পরে জাতীয় জরু‌রি সেবা নম্বর- ৯৯৯ নম্বরে ফোন দেয় স্থানীয়রা। খবর পেয়ে রাত আটটার দি‌কে ঘটনাস্থল থে‌কে অ‌ভিযুক্ত ছক্কু মিয়া‌কে গ্রেফতার ক‌রে পুলিশ। রাতেই শিশুটির মা বাদী হয়ে উলিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, রোববার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠা‌নো হয়েছে।