নৌবাহিনীর অভিযানে শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ সিগারেট জব্দ, আটক ৩
ভোলায় শুল্ক ফাঁকি দেওয়া ৭ লাখ ৩১ হাজার টাকা মূল্যের অবৈধ সিগারেট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (৯ আগস্ট) ভোলা সদর উপজেলার পৌরসভার সার্কুলার রোড এলাকায় এবং বোরহানউদ্দিন উপজেলায় অভিযান চালিয়ে এ অবৈধ সিগারেট জব্দ করা হয়। এ সময় ৩ জনকে আটক করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে মহাজনপট্টি, সার্কুলার রোড এবং বোরহানউদ্দিন বাজার সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালায়। এ সময় নকল ব্যান্ডরোল লাগানো ব্ল্যাক কিং, ওসাকা, টি-২০ ও ৫০/৫০ ব্র্যান্ডের মোট প্রায় এক লাখ ৬৪ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়। এর বাজারমূল্য প্রায় ৭ লাখ ৩১ হাজার টাকা।
বোরহানউদ্দিনে জব্দ সিগারেট ও আটক তিনজনকে থানায় সোপর্দ করা হয়েছে। নৌবাহিনী জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অবৈধ পণ্যের বিরুদ্ধে এবং সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান চলমান থাকবে।